ঢাবিতে রোকেয়া দিবস উদযাপন
নারী-পুরুষের সমঅধিকারে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ সম্ভব
শ্রদ্ধা নিবেদন করছেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ তখনই সম্ভব, যখন সমাজে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠিত হয়। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের মাধ্যমেই আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সফল হব।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হলের উদ্যোগে ‘রোকেয়া দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
দিবসটি উদযাপন উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা এবং হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেন। এর আগে, উপাচার্য বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বেগম রোকেয়ার জীবন-দর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অসাধারণ। নারী মুক্তি, নারীর ক্ষমতা, নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখে গেছেন। সমাজের উন্নয়নে ও সমাজকে এগিয়ে নিতে নারী-পুরুষ নির্বিশেষে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এইচআর/আরএইচ