কুবিসাস’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ৬ ডিসেম্বর হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিতকৃত পূর্বনির্ধারিত আলোচনা সভা সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত হয়।
বিজ্ঞাপন
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় আনন্দ শোভাযাত্রা বের করে সংগঠনটি। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
বিজ্ঞাপন
এ সময় সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফটো কনটেস্টে বিজয়ীদের নাম ঘোষণা করেন উপাচার্য। উপাযার্যের নাম ঘোষণা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, প্রত্যেকটা কাজের একটা ফলাফল আছে। পড়ালেখার পাশাপাশি সাংবাদিকতা অবশ্যই ক্যাম্পাস সাংবাদিকদের জন্য বোনাস হিসেবে কাজ করে। সাংবাদিকরা অনেক সাহসী হয়। সাহস আর মেধা হলো আল্লাহর নেয়ামত। যারা এগুলো ঘষামাজা করে তারা সফল হয়।
সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের অধ্যাপক ড. হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কুমিল্লা জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
২০১৩ সালের ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
মহিউদ্দিন মাহি/আরআই