বিজয়ের সাজে সজ্জিত নোবিপ্রবি
বিজয়ের সাজে সজ্জিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। রঙিন আলোকসজ্জায় ক্যাম্পাস যেন একখণ্ড লাল-সবুজের পতাকা। আলোরও আছে নিজের ভাষা। ওই ভাষায় লাল-সবুজ মানেই প্রিয় বাংলাদেশ। তাই আলোয় এই দুই রঙের প্রভাবই একটু বেশি। তবে আনন্দের এই রঙিন শহরে ঠাঁই হয়েছে নীল-হলুদসহ বাহারি আলোর।
বুধবার (১৫ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, বিজয় দিবসকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে নোবিপ্রবি। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, প্রশাসনিক ভবন, বঙ্গবন্ধু ম্যুরাল, একাডেমিক ভবন, অডিটোরিয়াম ভবন, হলসহ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলোতে বাহারি রঙের ছড়াছড়ি। লাল-সবুজের আলোকসজ্জা ফুটিয়ে তুলছে বাংলাদেশের বিজয়কে। আলোকসজ্জা উপভোগ করতে শিক্ষক- শিক্ষার্থীসহ অনেকেই ভিড় করেছেন ক্যাম্পাসে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ঢাকা পোস্টকে বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তী। আজকের এই দিনে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের বুকে প্রকাশিত হয়। তাই এই দিনটি আমাদের জন্য পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন। এ উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা, ম্যুরালে আলোকসজ্জা করা হয়েছে।
উপাচার্য বলেন, বিজয়ের এই সজীবতাকে ফুটিয়ে তুলতে নোবিপ্রবিতে নেওয়া হয়েছে দিনব্যাপী কর্মসূচী। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় র্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বেলা ১১টায় বীর মুক্তিযুদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
দুপুর সাড়ে ১২টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল, পিলো পাসিং এবং ঝুড়িতে বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিকাল ৪টায় বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।
হাসিব আল আমিন/ওএফ