বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের প্রধান পরিবর্তনের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না শিক্ষক-শিক্ষকরা।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমাজিক বিজ্ঞান অনুষদের ডীন শরিফুল ইসলাম, বহিরাঙ্গণ পরিচালক সাব্বীর আহমেদ আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। তবে শিক্ষকরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরছেন না।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাফিউল ইসলাম বলেন, আমাদের প্রধান দাবি বিভাগীয় প্রধান জনি পারভীনকে অপসারণ করা। এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট মিটিং পর্যন্ত সময় চেয়েছে। আমরাও আন্দোল স্থগিত করেছি। সিন্ডিকেট মিটিংয়ের পরও দাবি বাস্তবায়ন না হলে আবারও জোরালো আন্দোলন হবে।

তিনি আরও জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।

প্রসঙ্গত, বিভাগীয় প্রধান অপসারণের দাবিতে গত রোববার (১৯ ডিসেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করছিল অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

লিখিত অভিযোগে শিক্ষকরা জানান, অর্থনীতি বিভাগ সেশনজটমুক্ত ও আইকিউএসি রেটিংয়ে প্রথম স্থানপ্রাপ্ত বিভাগ ছিল। কিন্তু জনি পারভীন বিভাগীয় প্রধান হওয়ার পর থেকে লাগাতার অনুপস্থিত থাকছেন। করোনাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অনলাইনে ক্লাস চালু করলেও তিনি এক বছর সাত মাসেও কোনো একাডেমিক সভা আহ্বান এবং শিক্ষকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেননি। ফলে বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘ সেশনজটে পড়েছে।  

তবে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনি পারভীন সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমিই শিক্ষকদের হ্যারেজমেন্টের স্বীকার। তারাই রেজাল্ট আটকিয়ে রেখেছিল। ক্লাস-পরীক্ষা শুরুর জন্য একাধিকবার মিটিং ডাকলেও শিক্ষকরা আসেনি। বিভিন্ন সময় শিক্ষকরাই খারাপ আচরণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়গুলো অবগত করেছি।

শিপন তালুকদার/আরআই