চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন সালাহ উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৪০মিনিটে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে সাঁতার শুরু হয়। ১৬তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার-২০২১’ নামে সাঁতারের এ আয়োজন করে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ নামে দুটি প্রতিষ্ঠান।

প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৬.১ কিলোমিটার পথ সাঁতরে পাড়ি দিয়েছেন চবির এ শিক্ষার্থী। মোট ৮০ জন প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ৫ম।

সালাহ উদ্দিন বলেন, ২০১৭ সাল থেকেই স্বপ্ন ছিল কোনো একদিন আমিও বাংলা চ্যানেল পাড়ি দেব। সেই লক্ষ্যে ৫ বছর ধরে স্বপ্ন বাস্তবায়ন করতে নিজেকে প্রস্তুত করেছি। প্রথমবার অংশ নিয়ে সফলভাবে পাড়ি দিতে পেরেছি। আমার অর্জনে কৃতজ্ঞতা বাবা-মায়ের প্রতি। সামনে যেন আরও ভালো করতে পারি সেজন্য সবার দোয়া চাই।

রুমান/এমএএস