শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘সাউ আউট রিচ’ এর বার্ষিক কর্ম পরিকল্পনা মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং আউটরিচের বিভিন্ন কর্মচারী ও কর্মকর্তারা।

সভায় আউট রিচ কার্যক্রম কমিটি জানায় এ বছরের শুরুর দিকে কমিটির সিদ্ধান্ত মোতাবেক শেকৃবি কর্তৃক উদ্ভাবিত ফসলের জাত ও প্রযুক্তি নিয়ে ‘শেকৃবি প্রযুক্তি বই’ নামক একটি বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। বইটির কম্পোজ শেষের পথে এবং শীঘ্রই সবার কাছে পৌঁছানো সম্ভব হবে।

তারা আরও জানায়, শেকৃবি কর্তৃক উদ্ভাবিত ‘সাউ সাদা ভুট্টা-১’ এবং ‘সাউ হাইব্রিড ভুট্টা-১’ এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও শেকৃবি কেন্দ্রীয় গবেষণার মাঠে মাঠ প্রদর্শনী ও মাঠ গবেষণা সফলভাবে সম্পন্ন করা হয়।

এবং বর্তমানে মানিকগঞ্জের সিংড়াইয়ে ‘সাউ চেরি টমেটো-১’ এবং মধু উৎপাদন প্রযুক্তি এ বছরের নভেম্বর থেকে চলমান রয়েছে । 
 
সভাতে ২০২১ সালের সেরা কর্মসম্পাদন ব্যক্তি হিসেবে আরিফুল ইসলামকে পুরস্কৃত করা হয়।

সভায় অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া বলেন, আউট রিচের শেকৃবি প্রযুক্তি বই শেকৃবির প্রথম প্রযুক্তি মূলক বই । এই বইটি কৃষির আধুনিকায়ন ও গবেষণায় নতুন সংযোজন হবে। শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ তিনটি এগিয়ে নিতে পারলেই আমরা সাফল হবো।

আইএসএইচ