ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় দ্বিতীয় বার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। একইসঙ্গে মেডিকেলে সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পারবে না? এমন প্রশ্ন এনে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে এ দাবি জানান তারা। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল করেন।

সমাবেশে আন্দোলনকারীরা বলেন, যারা প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো বিষয় পায় না তাদের মধ্যে অল্প সংখ্যক শিক্ষার্থী দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। চতুর্থ শিল্প বিপ্লব মাথায় রেখে যুগোপযোগী বিষয়গুলোতে শিক্ষার্থীদের পড়তে চাওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিকেল ভর্তি পরীক্ষার মতো নম্বর কর্তন করার বিধান রেখে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে পারেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, ঢাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই আমাদের তুচ্ছ, তাচ্ছিল্য, করা হচ্ছে। আমরা আত্মীয়-স্বজন এমনকি নিজের পরিবারের সদস্যদের সামনে মুখ দেখাতে পারছি না। আমাদের মধ্যে কেউ মেধাক্রমে পিছিয়ে থাকার কারণে ভালো সাবজেক্ট পাইনি। আবার কেউ করোনার কারণে পরীক্ষা দিতে পারেনি। এদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরাও আপিলের জন্য ‘সেকেন্ড চান্স’ পায়। তাহলে আমরা কেন ঢাবিতে আরেকবার ভর্তি পরীক্ষার সুযোগ পাব না?

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড দাবি করে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ দিতে পারে না। আমরা কেউ এমন না পড়ালেখা করি নি এমন না। আমাদের সুযোগ দেওয়া হোক। আমাদের বিশ্বাস আমরা আবার পরীক্ষা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবো।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখলে অনেক মেধাবী ছাত্র ঢাবিতে পড়ার সুযোগ পাবেন না- এ ধারণা থেকে ২০১৪ সালের ১৫ অক্টোবর ঢাবি কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। ঢাবির এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তখন আন্দোলন করেছিলেন। এছাড়া ঢাবি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৬ জন অভিভাবক আদালতে রিটও করেছিলেন।

এইচআর/আইএসএইচ