শীতকালীন ছুটি শেষে কাল খুলছে হাবিপ্রবি
শীতকালীন ছুটি শেষে রোববার (২ জানুয়ারি) থেকে খুলছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শীতকালীন ছুটি উপলক্ষে ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিশিয়াল কার্যক্রম ও সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। তবে শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিন থাকায় আগামীকাল থেকে অফিশিয়াল কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞাপন
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১৯ ও ২০ ব্যাচ আগামীকাল (রোববার) থেকে সশরীরে ক্লাস-পরীক্ষায় বসতে পারবে বলে জানান তিনি। করোনা-পূর্ববর্তী সময়ের মতো আগামীকাল থেকে স্বাভাবিক নিয়মে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম সচল থাকবে। এর সাথে চলবে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমও।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ২৪ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রন থেকে নিরাপদে থাকতে বাড়তি সতর্কতা জারি করেছে হাবিপ্রবি। স্বাস্থ্যবিধি মেনে চলবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
বিজ্ঞাপন
এমএসআর