বছরজুড়ে বেরোবি ক্যাম্পাসে আলোচিত যত ঘটনা
ড. কলিমউল্লাহর হাজিরাখাতা (বাঁ দিকে)
দেখতে দেখতে চলে গেল আরও একটি বছর। ইংরেজি বর্ষ ২০২১ পেরিয়ে চলে এসেছে ২০২২। অধিকাংশ সময় ক্যাম্পাস বন্ধ থাকলেও ২০২১ সালে নানা আলোচনা-সমালোচনায় ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ড. কলিমউল্লাহর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, উপাচার্য ড. কলিমউল্লাহর হাজিরাখাতা, রাত ৩টায় ক্লাস নেওয়া, ভিসির বিদায়।
৩ মাসের মধ্যে সেশনজটমুক্ত করার ঘোষণা
বিজ্ঞাপন
২০২১ সালের ২৩ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় তৎকালীন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে দেড় থেকে ২ বছরের সেশনজটকে তিন মাসের মধ্যে শেষ করার ঘোষণা দেন।
উপাচার্য বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিনের ছুটির কারণে পিছিয়ে পড়া শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্ট ডক্টরাল পর্যায়ে ২০২১ সালের ৩০ এপ্রিলের এরমধ্যে সেশনজটমুক্ত করা হবে।
বিজ্ঞাপন
উপাচার্য ড. কলিমউল্লাহর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ
২০২১ সালের ১৩ মার্চ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ১১১টি দুর্নীতির ৭৯০ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।
উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ইউজিসির নির্দেশনা অমান্য করে জনবল নিয়োগ, শিক্ষক ও জনবল নিয়োগে দুর্নীতি ও অনিয়ম, প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পের কাজে দুর্নীতি, নিয়োগ বোর্ডের সভাপতি হয়েও উপাচার্যের অনুপস্থিতি থাকা, ইচ্ছামতো পদোন্নতি, আইন লঙ্ঘন করে একাডেমিক ও প্রশাসনিক পদ দখল, ক্রয়-প্রক্রিয়ায় নীতিমালা লঙ্ঘন, উপাচার্যের অননুমোদিত ও অনিয়মতান্ত্রিক ফাউন্ডেশন ট্রেনিং, ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে অতিরিক্ত খরচ, অবকাঠামোগত সীমাবদ্ধতা, চরম শিক্ষক সংকটসহ নানান অনিয়ম-স্বেচ্ছাচারিতার সঙ্গে যুক্ত রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বেরোবিতে মেধা বৃত্তি চালু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু মেধা বৃত্তি চালু করা হয়। বুধবার (১৭ মার্চ, ২০২১) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অফিসে তৎকালীন কোষাধ্যক্ষ ও বর্তমান উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ শিক্ষার্থীদের মাঝে চেক প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধু মেধা বৃত্তির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নুর আলম সিদ্দিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রমুখ।
অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম বলেন, এ বছর থেকে বঙ্গবন্ধু মেধা বৃত্তি চালু করা হলো। এখন থেকে অনার্স ও মাস্টার্সের প্রত্যেক সেমিস্টারের ফলাফলের মেধাক্রম অনুযায়ী প্রথম ৩ জন বঙ্গবন্ধু মেধা বৃত্তি পাবে।
উপাচার্য ড. কলিমউল্লাহর হাজিরাখাতা
দীর্ঘদিন ক্যম্পাসে না আসায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর হাজিরাখাতা টাঙ্গিয়ে দিয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ। এতে দেখা যায়, উপাচার্য তার ৪ বছরের পূর্ণ মেয়াদে ১৪৪৭ দিনের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ২৪০ দিন।
বৃহস্পতিবার (৩ জুন, ২০২১) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ও শেখ রাসেল মিডিয়া চত্বরে ২টি বৃহৎ আকৃতির হাজিরাখাতা টাঙ্গানো হয়। হাজিরাখাতায় উল্লেখ করা হয়, উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নিয়োগ হয় ২০১৭ সালের ১ জুন এবং তার মেয়াদ পূর্ণ হয় ২০২১ সালের ৩১ মে। এতে ৪ বছরে উপাচার্য ১৪৪৭ দিনের মধ্যে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন ২৪০ দিন। আর অনুপস্থিত ছিলেন ১২০৭ দিন।
রাত ৩টায় ক্লাস
মেয়াদের শেষ সময়ে রাত সাড়ে ৩টায় ক্লাস নেওয়ায় আবারও সমালোচনা সৃষ্টি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পর থেকেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে।
বৃহস্পতিবার (১০ জুন, ২০২১) রাত ৩টা ২০ মিনিটে জেন্টার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ‘পলিটিক্যাল থট’ কোর্সের ক্লাস নেন তিনি।
ক্যাম্পাসে অনুপস্থিত থেকেই বিদায় ড. কলিমউল্লাহ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর কর্মদিবসের শেষ দিন (১৩ জুন, ২০২১) ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। তার বিদায়ে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছিল সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া রাতে ক্যাম্পাসে আতশবাজি প্রজ্বলনও করা হয়।
২০২১ সালের ১৪ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক এবং বেরোবির সাবেক ট্রেজারার ড. হাসিবুর রশীদ।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা চিহ্নিত করে নিয়মতান্ত্রিক উপায়ে তা সমাধান করব। শিক্ষার্থীদের শিক্ষাদানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখাসহ শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তার সমন্বয়ে শিক্ষাবান্ধব একটি ক্যাম্পাস গড়তে কাজ করব।
দুর্বৃত্তদের হাতে জখম বেরোবির শিক্ষক-শিক্ষার্থী
দুর্বৃত্তদের হাতে জখম হয়ে গুরুতরভাবে আহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ।
১০ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পরাগ মাহমুদ আহত হয় এবং সকালে জগিং করতে বের হয়ে রংপুরের লালবাগে শিক্ষক মনিরুজ্জামান দুর্বৃত্তদের হামলার শিকার হয়।
পরাগ মাহমুদ নিজের মেস থেকে সরদারপাড়ায় বন্ধুর ছাত্রাবাসে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে বিপরীত দিক থেকে আসা ৩ জন কিশোর পথ রোধ করে পরাগের কাছে যা আছে সব দিতে বলে। এতে পরাগ না দিতে চাইলে একজন কিশোর পকেট থেকে চাপাতি বের করে পরাগকে কুপিয়ে জখম করে।
এমএসআর