দ্বিতীয়বারের মতো ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করছে শাবি
গতবারের মতো এ শিক্ষাবর্ষেও ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করছে সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শাবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে শিক্ষার্থীদের ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সকাল ১০টায় ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীকে ভর্তি হওয়ার আগে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। আমরা কোনো মাদকাসক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাব না।
বিজ্ঞাপন
এদিকে শিক্ষার্থীদের মুত্র সংগ্রহ করে ডোপ টেস্টের আওতায় চারটি পরীক্ষা করে মাদকাসক্ত কিনা, তা নির্ণয় করা হচ্ছে।
এ ডোপ টেস্টে গাঁজা, ইয়াবা, স্লিপিং পিল এবং হেরোইন এ চারটি মাদকের পরীক্ষা করা হচ্ছে। এতে শিক্ষার্থীর মুত্র পরীক্ষা করে পাঁচ মিনিটেই এর ফলাফল জানা যাচ্ছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক এবং ড্রাগ টেস্ট প্রোগ্রামের আহবায়ক অধ্যাপক ড. কবীর হোসেন বলেন, প্রথম দিনের ভর্তিতে এখনো পর্যন্ত কোনো মাদকাসক্ত শিক্ষার্থী পাইনি। পরীক্ষার জন্য আমাদের পর্যাপ্ত কিট রয়েছে। খুব দ্রুতই শিক্ষার্থীরা এ ডোপ টেস্টের ফলাফল পেয়ে যাচ্ছে।
এর আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষে দেশে প্রথমবার ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করে শাবি।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ জানুয়ারি) এ-১ ইউনিটে মেধাতালিকার ১ থেকে ৩৫০ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) মেধা তালিকার ৩৫১ থেকে ৭৫০ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে। এ ছাড়াও বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ-১ ইউনিটে ৭৫১ থেকে ৯৫৫ পর্যন্ত এবং একই সঙ্গে এ-২ ইউনিটে ১ থেকে ৩০ পর্যন্ত ভর্তির জন্য শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য ডাকা হয়েছে।
পরবর্তীতে ৯ জানুয়ারি 'বি' ইউনিটে মানবিক বিভাগ থেকে মেধা তালিকার ১ থেকে ২৯৯ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। পরদিন ১০ জানুয়ারি 'বি' ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনে ১ থেকে ২২০ পর্যন্ত এবং একই দিনে ব্যবসায় বিভাগে ১ থেকে ৮৩ পর্যন্ত ভর্তির জন্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। এরপর ১১ জানুয়ারি কোটায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি করা হবে বলে জানা যায়।
জুবায়েদুল হক রবিন/আরআই