এখনই ক্লাস বন্ধের সিদ্ধান্ত নয়: শাবি উপাচার্য
এখনই ক্লাস বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
উপাচার্য বলেন, আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিশ্ববিদ্যালয়ে এখনই ক্লাস বন্ধ হবে না। সরকারি নির্দেশনা অনুসরণ করে তারপর সিদ্ধান্ত নেব। সরকার ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিলে তারপর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, করোনা মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণে সব শিক্ষার্থীদের বাধ্যতামূলক টিকা নেওয়া লাগবে। টিকা ছাড়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি ক্যাম্পাসে ঢুকতেও পারবেন না।
বিজ্ঞাপন
এ ছাড়া ক্যাম্পাসের সব শিক্ষার্থীদের সব সময় মাস্ক ব্যবহার করার আহবান জানান উপাচার্য।
জুবায়েদুল হক রবিন/আরআই