ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কাওয়ালি সঙ্গীতের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে একদিন পর আবারও বসছে কাওয়ালি ও প্রতিবাদী গানের আসর।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় আসরটি বসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’র প্রতিষ্ঠাতা লুৎফর রহমান।

তিনি বলেন, আমরা একটি অরাজনৈতিক অনুষ্ঠান আয়োজন করেছিলাম। কিন্তু সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। আমরা এই হামলার বিচার চাই। এর প্রতিবাদে আজ সন্ধ্যা ৬টায় কাওয়ালি ও প্রতিবাদী গানের আয়োজন করেছি। এছাড়া আমরা এখন থেকে নিয়মিত প্রতি বৃহস্পতিবার টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠান করব।

লুৎফর রহমান বলেন, গতকাল কাওয়ালি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারীরা আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে‍। তারা আমাদের সাউন্ড সিস্টেম ও ডেকোরেটরের লোকদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। পরে আমরা কোনো সাউন্ড সিস্টেম ছাড়াই অনুষ্ঠানটি শুরু করি‍। কাওয়ালদের সুরের মূর্ছনায় দর্শকরা যখন হারিয়ে যাচ্ছিলেন, তখনই ছাত্রলীগের সাদ্দাম হোসেনের অনুসারীরা স্টেজে উঠে অতর্কিতভাবে কাওয়াল ও দর্শকদের ওপর হামলা চালায়‍।

তিনি বলেন, হামলায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাসফিয়া তাসনিম রাফা, দর্শন বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম মুনা, ক্যাম্পাসের সাংবাদিক জালাল উদ্দিনসহ আরও অনেকেই‍ আহত হয়েছেন। তারা আমাদের সাউন্ডবক্স, চেয়ার ও স্টেজ ভাঙচুর করে‍। পরে আমরা শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ হিসেবে তাৎক্ষণিক প্রক্টর অফিসের সামনে ‘প্রতিবাদী কাওয়ালী’র আয়োজন করি‍। আগামীতেও আবহমান বাংলা সংস্কৃতির বিরুদ্ধে আগ্রাসন চালানো সব সাংস্কৃতিক দস্যুদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ জারি থাকবে।

এদিকে টিএসসিতে কাওয়ালি জলসায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ বিকেল চারটায় শাহবাগে ‘ধিক্কার সমাবেশ’ করবে পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন নামে একটি সংগঠন।

এইচআর/এমএইচএস