শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে আল্টিমেটাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর চলমান আন্দোলনের মাঝেই ২০০-৩০০ অজ্ঞাত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টার মধ্যে পুলিশকে এই মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এ দিন সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করে আবার আমাদের বিরুদ্ধেই মামলা দিয়েছে। আমরা মনে করছি এই উদ্দেশ্যমূলক মামলার পেছনে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের ইন্ধন রয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

সেই সঙ্গে আমরা আজকে রাত ১০টার মধ্যে এই মামলা বিনা শর্তে প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। যদি এ মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবে।

জুবায়েদুল হক রবিন/আরআই