শাবিপ্রবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ‘কটূক্তি ও কুরুচিপূর্ণ’ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষকরা বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছে এটা তাদের বিষয়। কিন্তু আমরা যারা মহান এই পেশার সঙ্গে জড়িত রয়েছি, আমাদেরও পরিবার-পরিজন আছে। শিক্ষার্থীরা যেভাবে শিক্ষকদের নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ কথাবার্তা ছড়াচ্ছে তা আমরা মেনে নিতে পারছি না। তার প্রতিবাদে আমরা এখানে সাধারণ শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি।

তারা বলেন, আমরা আমাদের হারানো সম্মানটুকু ফিরে পেতে এখানে এসেছি। শিক্ষার্থীদের অশোভন আচরণে আমরা খুবই মর্মাহত হয়েছি। আমরা আশা করব শিক্ষার্থীদের শুভবুদ্ধির উদয় হবে। তারা আমাদের নিয়ে কটূক্তি করে যে অপরাধ করেছে তাতে তাদের অনুশোচনা হবে।

প্রতিবাদ কর্মসূচিতে অধ্যাপক ড. লায়লা আশরাফুন, অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, সহকারী অধ্যাপক ফাহমিদা সুলতানা, শিক্ষক গোলাম মোহাম্মদ মুন্না উপস্থিত ছিলেন।

মাসুদ আহমদ রনি/এসপি