নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সশরীরে সকল ক্লাস ও পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে। 

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,  করোনা সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নোবিপ্রবি বন্ধ থাকবে। আমরা এই মুহূর্তে  আবাসিক হল বন্ধ করব না।  স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা যথাযথভাবে হলে অবস্থান করবেন। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ঢাকা পোস্টকে বলেন, সশরীরে সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমাদের শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয় সেজন্য অনলাইন ক্লাস চলবে। দুই সপ্তাহ পরে করোনা পরিস্থিতি কেমন থাকে তা পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

হাসিব আল আমিন/আরএআর