ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. জিয়া রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এলামনাই এসোসিয়েশন (ডুকা)।

অধ্যাপক ড. জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ক্রিমিনোলজি বিভাগের ফাউন্ডিং চেয়ারম্যান ছিলেন। 
 
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের দোতলায় ডিন কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী নাজনীন সুলতানা সুখী, সহ-সাধারণ সম্পাদক মো. কৌশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মশিরুন নাহার মুক্তা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ প্রান্ত। এ সময় বিভাগীয় প্রভাষক নাজমুস সাকিবসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এলামনাই এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সুপ্রীম কোর্টের আইনজীবী নাজনীন সুলতানা সুখী নবনিযুক্ত ডিন মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তার সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

এমএএস