বেরোবিতে অঙ্গীকারনামা না দিলে ভর্তি বাতিল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ৮ ফেব্রুয়ারির মধ্যে ভর্তির অঙ্গীকারনামা না দিলে ভর্তি বাতিল হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মিজানুর রহমান।
ড. মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, করোনা মহামারির কারণে এ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনলাইনেও ভর্তি নেওয়া হয়। অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা তাদের মূল কাগজপত্র জমা দেয়নি। ফলে তাদের একাধিক জায়গায় ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি নিশ্চিতের বিষয়ে অঙ্গীকার নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
অঙ্গীকারনামা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের admission.brur.ac.bd সাইটে GST ভর্তি পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন পিন দিয়ে লগইন করলে শিক্ষার্থীদের নিজস্ব প্রোফাইল Open হবে। শিক্ষার্থীরা তাদের প্রোফাইলের নিচে Confirm Admission এবং Cancel Admission নামে দুটি বাটন দেখতে পাবে। শিক্ষার্থীরা অঙ্গীকার নামা প্রদানের জন্য Confirm Admission বাটনে কিক্ল করলে Acknowledgement Open হবে এবং নিচের Accept বাটনে ক্লিক করার মাধ্যমে অঙ্গীকারনামা প্রদান সম্পন্ন করতে হবে।
অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার মধ্যে অঙ্গীকারনামা প্রদান না করলে তার ভর্তি বাতিল হবে।
বিজ্ঞাপন
শিপন তালুকদার/এসপি