উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উদযাপিত হয়েছে সরস্বতীর বাণী অর্চনা। শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশ গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশিদ। 

মণ্ডপে আসা ১৯ ব্যাচের শিক্ষার্থী দোলা রয় বলেন, এক সঙ্গে সবাই মিলে পূজা উদযাপন করায় অনেক আনন্দ লাগছে। পরিবার-পরিজনের সাথে পূজার আনন্দ উপভোগ করতে পারলে হয়ত আরও বেশি ভালো লাগত। তারপরও আমরা যারা শিক্ষার্থীরা এখানে রয়েছি সবাই স্বাস্থ্যবিধি মেনে এক সাথে পূজার যাবতীয় আনুষ্ঠানিকতা পালন করছি। 

অনুষ্ঠানটি শুরু হয় শনিবার সকাল ৮.৩১ ঘটিকায় প্রতিমা স্থাপনের মাধ্যমে। সকাল ৯ ঘটিকায় পূজা আরম্ভ হয় এবং ৯.৩১ ঘটিকা থেকে অঞ্জলি প্রদান শুরু হয়। এ সময় ব্যাচ ভেদে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে ৮ থেকে ৯ ভাগে বিভক্ত হয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অঞ্জলি প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

আরআই