কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষে সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হলের প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, সহকারী প্রক্টর, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।
বিজ্ঞাপন
এদিকে ক্যাম্পাসে দিনব্যাপী ভাষা শহীদদের স্মরণে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।
এমটি/এসএসএইচ
বিজ্ঞাপন