সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ দুই নৈশপ্রহরীর মরদেহ
বগুড়ায় নিখোঁজ দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকার মাসুদ মেটাল কারখানার সেপটিক ট্যাংক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার সরলপুর এলাকার জব্বার আলীর ছেলে আব্দুল হান্নান (৪৫) ও শিবগঞ্জ উপজেলার সাগরকান্দি গ্রামের মৃত হাসু প্রমাণিকের ছেলে সামছুল হক (৬০)। তারা দুজনই মাসুদ মেটাল কারখানার নৈশপ্রহরী ছিলেন।
বিজ্ঞাপন
মাসুদ মেটালের মালিক সাজ্জাদুর রহমান জানান, হান্নান ও সামছুল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে নিখোঁজ ছিলেন। ওই দিনই হান্নানের মোবাইল নম্বর থেকে তার কাছে মেসেজ পাঠানো হয়। সেখানে লেখা ছিল নিখোঁজ দুইজনের খোঁজ পেতে হলে ৫ লাখ টাকা দিতে হবে এবং লালমনিরহাট জেলায় টাকা নিয়ে যেতে হবে।
শুক্রবার সকালেও হান্নানের মোবাইল নম্বর থেকে আবারো মেসেজ পাঠানো হয় ও বলা হয়- সামনে তোদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। মোবাইলে এ ধরনের হুমকি পেয়ে কারখানার চারপাশে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে কারখানার সেপটিক ট্যাংকে দুইজনের মরদেহ পাওয়া যায়।
বিজ্ঞাপন
সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক জানান, নিখোঁজ দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
আরএআর