ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল বলেছেন, সব সময় ভারত বাংলাদেশের পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের জন্য ভারতের ১৪০ কোটি মানুষের উদার ভালোবাসা রয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি ভারত-বাংলাদেশ পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলায় যোগ দিতে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহী পৌঁছেন তিনি।

রামপ্রসাদ পাল বলেন, ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে আজ অবধি দুই দেশের সম্পর্ক অটুট রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা দুই দেশ মিলে সেটাই করে দেখাব।

রাজশাহীতে অনুষ্ঠিত এবারের সাংস্কৃতিক মিলনমেলায় অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। 

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, এই আয়োজনের মধ্যে দিয়ে দুই বাংলা, অথবা বাংলাদেশ ও ভারতে একটা বার্তা যাবে যে, আমরা বন্ধুত্বকে গুরুত্ব দিচ্ছি। এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরবর্তীতে আমরা আমাদের বাণিজ্য প্রসারে কাজ করতে পারব।

পরে তারা নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সাংস্কৃতিক মিলনমেলায় যোগ দিতে আসা ভারতীয় অতিথি, সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনকে ভারত সরকারের পক্ষ থেকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

পাঁচবারের এই মিলনমেলার আয়োজক প্রতিষ্ঠান ফ্রেন্ডস অব বাংলাদেশ। এই উৎসব ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে আশাবাদী আয়োজকরা। 

ফেরদৌস সিদ্দিকী/আরএআর