নিখোঁজের এক দিন পর নির্মাণাধীন ভবন থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের এক দিন পর মো. ফাহিম (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুরে চাচার নির্মাণাধীন ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাহিম শরীফপুর গ্ৰামের মন্তাজ মিয়ার ছেলে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কাজী হাসান উদ্দিন।
বিজ্ঞাপন
জানা যায়, আজ সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের শরীফপুরে ফাহিমের চাচার নির্মাণাধীন ভবনে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে ফাহিমের মরদেহ উদ্ধার করে।
বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, নিখোঁজের এক দিন পর মন্তাজের বড় ভাইয়ের নির্মাণাধীন বিল্ডিংয়ের ভেতর থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
অমিত মজুমদার/আরআই