ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. শরীফ জাকির হোসেন (৫০) নিহত হয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাঙ্গার পুখুরিয়া সদরপুর আঞ্চলিক সড়কের জাহানপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মহসিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যায় উপজেলার মানিকদহ ইউনিয়নের নিজ বাড়ি থেকে ইজিবাইকে চড়ে জাহানপুর বাসস্ট্যান্ডে আসছিলেন জাকির হোসেন। তখন বিপরীত দিক থেকে আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের ওরস মোবারকের দিকে যাওয়া অজ্ঞাত একটি বাস ইজিবাইককে চাপা দিয়ে পালিয়ে যায়। তখন স্থানীয় জনতা ইজিবাইকের ভেতর থেকে জাকির শরীফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি আঞ্চলিক সড়কের তাই ভাঙ্গা থানা বিষয়টি তদন্ত করবেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, বাসচাপায় নিহত ব্যক্তি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জহির হোসেন/আরআই