ফরিদপুরে দ্বিধাবিভক্ত বিএনপির কর্মীদের উত্তেজনার মধ্যে দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভাগীয় পর্যায়ের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

‘বিএনপির এ সংগ্রাম শুধু বিএনপির নিজস্ব সংগ্রাম নয়’ বলেও মন্তব্য করেন আব্দুল্লাহ আল নোমান বলেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে দেশের জনগণের নাভিশ্বাস উঠেছে। এ কারণে বিএনপি প্রতি সাংগঠনিক বিভাগীয় শহরে এ প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে।

তিনি আরও বলেন, এর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সংগ্রামের সঙ্গে দলমত-নির্বিশেষে সব দল, সব মানুষকে শরিক করে জাতীয় সংগ্রাম গড়ে তুলতে হবে এবং এ দুঃশাসনের অবসান ঘটাতে হবে।

বিএনপি নেত্রী শামা ওবায়েদ বলেন, পছন্দের নেতা হোক বা না হোক, যখন যিনি বক্তব্য রাখবেন, তখন নেতা-কর্মীদের উচিত সবার পক্ষে স্লোগান দেওয়া। এখানে কেউ বিশেষ নেতা নয়, সবাই বিএনপির। আমি ফরিদপুর বিএনপিকে এ অবস্থায় দেখতে চাই।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ ‘রাজাকার’-এর দল ও বিএনপি ‘মুক্তিযোদ্ধা’র দল। এর যুক্তি হিসেবে শামা ওবায়েদ বলেন, এটা বিএনপির সমাবেশ। এ মঞ্চে মুক্তিযোদ্ধা আছেন এবং তিনি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান।

এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক নায়ব ইউসুফ, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও সেলিমুজ্জামন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহাবুবুল হাসান ভুইয়া প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ প্রমুখ।

জহির হোসেন/এনএ