বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশে নর্দমা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০১ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

নগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নবজাতকের বয়স এক থেকে দুই দিন। কেউ অনৈতিক সস্পর্কের জেরে গর্ভে আসা সন্তানকে গর্ভপাত করিয়ে ফেলে রেখে গেছেন। তাছাড়া যত ছোট বয়সই হোক মরদেহ এভাবে ফেলে রেখে যান না কোনো মা-বাবা। ময়নাতদন্ত রিপোর্ট এলে নবজাতকের মৃত্যুর কারণ জানা যাবে। কারা এই মরদেহ ফেলে গেছেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মরদেহ উদ্ধারকারী কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, স্থানীয়রা জরুরি বিভাগের গেটের পাশের নর্দমায় নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। নবজাতকের মাথায় ও গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে মনে হচ্ছে। তবে তা গুরুতর নয়।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর