কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের ট্রাফিক পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও সৈকতে গোসল করতে যাওয়া পর্যটক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টের ট্রাফিক পুলিশ বক্সের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে লোকজন পুলিশে খবর দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওই যুবকের পরনে ব্লু চেক শার্ট ও প্যান্ট ছিল। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ঢাকা পোস্টকে জানান, একটি মরদেহ সৈকতে পরে থাকার খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গেছে। আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। 

সাইদুল ফরহাদ/আরএআর