টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে আসাদুজ্জামান না‌মে এক যাত্রী গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তি‌নি তেজগাঁ সরকা‌রি কলেজের প্রভাষক। তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপ‌জেলায়। 

বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপু‌রে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘ‌টে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে একই সময়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনেও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চলন্ত ট্রেনে পাথর নি‌ক্ষে‌পের ঘটনায় ট্রেন যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল মিয়া জানান, চলন্ত ট্রেনে পাথর নি‌ক্ষে‌পের ফ‌লে ওই ব‌্যক্তি গুরুতর আহত হ‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে তা‌কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

অভিজিৎ ঘোষ/আরএআর