৩ দিন ধরে ফিলিং স্টেশনে পড়ে আছে এক নারী
সাভারের আশুলিয়ায় একটি ফিলিং স্টেশনের পাশে পড়ে থাকার তিন দিন পর অজ্ঞাত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার (০৪ মার্চ) বিকেলে আশুলিয়ার সালাম সিএনজি পাম্পের পাশ থেকে কয়েকজন যুবক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা যায়, ওই ফিলিং স্টেশনের পাশে তিন দিন ধরে অজ্ঞান অবস্থায় পড়েছিল ওই নারী। পরে সোহেল নামে এক যুবক কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে উদ্ধার করেন। এরপর অপর এক নারীর মাধ্যমে গোসল করিয়ে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
উদ্ধারকারী যুবক সোহেল বলেন, এভাবে থাকলে ওই নারী মারাও যেতে পারেন। তাই তাকে হাসপাতালে ভর্তি করেছি। এখন শুধু তাকে পরিবারের কাছে পৌঁছে দিতে চাই। কেউ তাকে চিনে থাকলে পরিবার কিংবা নিকটাত্মীয়ের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন। এক্ষেত্রে ০১৮৭৫১৫৭২৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
বিজ্ঞাপন
মাহিদুল মাহিদ/এসপি