টাঙ্গাইলে পাইকারি ও খুচরা বাজারে নির্ধারিত মূল্যের থেকে বেশি দা‌মে সয়া‌বিন তেল বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সময় ব্যবসায়ী‌দের তো‌পের মু‌খে প‌ড়েন জেলার জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকা‌রী প‌রিচালক সৈয়দা তামান্না তাসনীম। প‌রে অ‌ভিযান প‌রিচালনা না ক‌রেই টাঙ্গাইল শহ‌রের পাঁচআনী বাজার থে‌কে চ‌লে যান তিনি।
 
সোমবার (৭ মার্চ) নির্ধারিত মূ‌ল্যের চে‌য়ে অ‌তি‌রিক্ত দা‌মে সয়া‌বিন তেল বি‌ক্রির অ‌ভি‌যো‌গে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে জেলা জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।
 
জানা গে‌ছে, টাঙ্গাইল শহরের পার্ক বাজারে নির্ধারিত মূ‌ল্যের চে‌য়ে অ‌তি‌রিক্ত দা‌মে সয়া‌বিন তেল বি‌ক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে কয়েকজন খুচরা ব্যবসায়ীকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকা‌রী প‌রিচালক সৈয়দা তামান্না তাসনীম। পরে খুচরা ব্যবসায়ীদের তথ্যের ভি‌ত্তি‌তে শহরের পাইকারি বাজারস্থ ছয়আনী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিলার দুলাল সাহার গোডাউ‌নে নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে সয়াবিন বিক্রি করার অভিযোগে জরিমানা করতে যান। এ সময় ব্যবসায়ীরা ভোক্তা অধিকারের কর্মকর্তা‌কে বোঝানোর চেষ্টা করেন। প‌রে ওই কর্মকর্তা ব্যবসায়ীদের জরিমানা করালে তোপের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে তি‌নি অ‌ভিযান বন্ধ ক‌রে ঘটনাস্থল ত্যাগ ক‌রেন। 

খুচরা ব্যবসায়ীরা জানান, সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি দাম দিয়ে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে তেল কিন‌তে হ‌চ্ছে। ফলে মূল্যের চে‌য়ে বেশি দামে বিক্রি কর‌তে হ‌চ্ছে। মূল জায়গায় অ‌ভিযান প‌রিচালনা না ক‌রে খুচরা ব্যবসায়ীদের অন্যায়ভাবে জরিমানা করা হ‌চ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম ব‌লেন, তো‌পের মু‌খে অ‌ভিযান বন্ধ ক‌রি‌নি। এটা ভোক্তা অ‌ধিকা‌রের নিয়‌মিত অ‌ভিযান। পর্যা‌য়ক্রমে সব জায়গায় অ‌ভিযান প‌রিচালনা করা হ‌বে। বাড়‌তি দা‌মে সয়া‌বিন বি‌ক্রির দা‌য়ে শহ‌রের পার্কের বাজা‌রে ক‌য়েকজন‌কে পাঁচ হাজার ও পাঁচআনী বাজা‌রের এক‌ ডিলার‌কে পাঁচ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়েছে। 

অভিজিৎ ঘোষ/আরআই