রাজবাড়ীতে যুবকের কবজি কর্তন, গ্রেপ্তার ২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যুবকের হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তাররা হলেন- মো. হুমায়ন শেখ (১৮) এবং ফরহাদ শেখ (২৫)।
বিজ্ঞাপন
মো. হুমায়ন শেখ গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া শামসুল মাস্টার পাড়ার হাশেম শেখের ছেলে ও মো. ফরহাদ শেখ একই গ্রামের মো. সালেক শেখের ছেলে।
ঘটনার শিকার রিয়াজ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মণ্ডল পাড়ার মো. বাবু শেখের ছেলে। বর্তমানে রিয়াজ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বলা হয়- গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় তথ্যের ভিত্তিতে জানতে পারি, প্রেমঘটিত কারণে মো. রিয়াজ শেখের (২৫) কবজি বিচ্ছিন্ন করে তাকে হত্যার চেষ্টা করে আসামিরা। বিষয়টি জানার পর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় মূল হোতা হুমায়নকে কুষ্টিয়া ও ফরহাদকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়।
হুমায়নের স্বীকারোক্তিতে জানা যায়, তার সাথে পার্শ্ববর্তী এলাকার একটি মেয়ের প্রেম ছিল। কিন্তু ভিকটিম রিয়াজের কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এরই প্রেক্ষিতে গত ৬ মার্চ দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় রিয়াজকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করে হত্যার চেষ্টা চালায় তারা।
সূত্রে জানা গেছে, মো. হুমায়ন শেখ বিভিন্ন অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। কয়েক বছর আগে তিনি নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় ১৪ দিন কারাভোগ করে বর্তমানে জামিনে রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের রাজবাড়ী রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
মীর সামসুজ্জামান/আরআই