এনবিআরের সার্ভার জটিলতায় হিলি কাস্টমসের কার্যক্রম বন্ধ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারের ত্রুটির কারণে হিলি কাস্টমসের বিল অব এন্ট্রিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে পেঁয়াজ, আদাসহ কাঁচা পণ্য ছাড় নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকসহ সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান।
বুধবার (৯ মার্চ) সকাল থেকে সার্ভারে ত্রুটির কারণে এসব কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের উপকমিশনার কামরুল ইসলাম।
বিজ্ঞাপন
এ কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করতে আসা আলমাস, মাহবুবসহ কয়কেজন সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি বলেন, এর আগে সার্ভার জটিলতা থাকলেও সেটা কয়েকঘণ্টার মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু আজ সকাল থেকে একেবারে সার্ভার নেই। সকাল থেকে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা অপেক্ষায় আছেন, আমরাও বিল অব এন্ট্রি নিয়ে অপেক্ষায় আছি।
হিলি কাস্টমসের উপকমিশনার কামরুল ইসলাম জানান, গত শুক্রবার এনবিআরের সার্ভার আপডেট করার পর থেকে সার্ভারে কিছুটা দুর্বলতা ছিল। আজ সকাল থেকে সার্ভার পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে রাজস্ব বোর্ডের টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করছি, আশা করছি দ্রুত সার্ভার চালু হবে। সার্ভার যদি রাত ৮টার মধ্যে ঠিক হয়, সে ক্ষেত্রে রাত ১২টা পর্যন্ত আমরা কাজ করব।
বিজ্ঞাপন
সোহেল/আরআই