পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ইউনিয়ন যুবলীগ নেতার হামলায় এক বিদ্যুৎকর্মী আহত হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) উপজেলার বালিপাড়ায় বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলামের হামলায় আহত হন বালিপাড়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ইসলাম হাওলাদার।

এ বিষয়ে ইসলাম হাওলাদার অভিযোগ করে বলেন, অবৈধ সংযোগের মাধ্যমে দীর্ঘ দিন ধরে আসাদুল ইসলাম ইজিবাইক চার্জ দিচ্ছে— এমন খবরে আমরা ঘটনাস্থলে যাই। পরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করি। এতে ক্ষিপ্ত হয়ে আসাদুল ইসলাম শনিবার সকালে পল্লী বিদ্যুতের বালিপাড়ার অভিযোগ কেন্দ্রে এসে দলবল নিয়ে আমার ওপর হামলা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যুবলীগ নেতা আসাদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যুৎকর্মী আসাদুল দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ঘুষ-বাণিজ্য করে আসছেন। আমার কাছে বিদ্যুৎ সংযোগের জন্য ৩ হাজার টাকা দাবি করেন। তাকে টাকা না দেয়ায় তিনি আমার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বালিপাড়ায় হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এমএসআর