১৫ আগস্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকাণ্ডের ওপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চায়িত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সের ড্রিল শেডে এই নাটক মঞ্চায়ন করা হয়।

নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। রচনা ও নির্দেশনায় ছিলেন পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান। নাটকটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ থিয়েটার।

নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।

নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, ডেপুটি কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান, ডেপুটি কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

মোহাম্মদ মিলন/আরএআর