নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই
নোয়াখালীর সুবর্ণচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০টি দোকান পুড়ে ছাই গেছে। এতে মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান গ্রামের ভূঁইয়ার বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হঠাৎ বাজারের লোকমানের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। আগুনে আশপাশের ১০টি দোকান ছড়িয়ে পড়ে। এ সময় বাজারে থাকা ব্যবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুদি দোকান, কসমেটিকসের দোকান, ওষুধের দোকান, সারের দোকান ও খাবারের হোটেলসহ ১০টি দোকানের মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে যায়। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন রুবেল ঢাকা পোস্টকে বলেন, মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিসের উপস্থিতে আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে ৫০ থেকে ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বিজ্ঞাপন
হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার মো. দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
হাসিব আল আমিন/আরএআর