কর্মীসভায় বক্তব্য দেয়ার দুই ঘণ্টা পর মারা গেলেন নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন। রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ ইসলামি হার্ট সেন্টারে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

আলমগীর হোসেন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মরহুম ইয়াদ আলী মাস্টারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

জানা গেছে, আলমগীর হোসেন ফতুল্লা থানা আওয়ামী লীগ ও সহ‌যো‌গী সংগঠ‌নের কর্মীসভা থেকে রাইফেল ক্লাবে আরেকটি কর্মীসভায় যুক্ত হওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা ওঠে। পরে তাকে নারায়ণগঞ্জ ইসলামি হার্ট সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মরহুমের জানাজার নামাজ সোমবার সকাল ১০টায় রাজাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

রাজু আহমেদ/এসপি