বিএনপি, জামায়াত, জাতীয়পাটিসহ যারাই ক্ষমতায় এসেছিল, তারাই আ.লীগকে উৎখাত করতে চেয়েছিলেন। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এমনই মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনের আগে কঞ্চিপাড়া একাডেমি হাইস্কুল মাঠে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, আ.লীগ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। যা মুছে ফেলা অসম্ভব। আ.লীগ আগামী দিনেও এগিয়ে থাকবে।

ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের সমন্বয়ক সাখাওয়াত হোসেন সফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীরু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনসহ অন্যরা। 

পরে জেলা আ.লীগের সভাপতি সৈয়দ শামসুল-উল আলম হিরু ফুলছড়ি উপজেলা আ.লীগের কমিটি ভেঙে দেন। 

রিপন আকন্দ/এমএএস