বাগেরহাটের মোংলা ইপিজেড এলাকা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৯টায় হরিণটিকে উদ্ধার করা হয়। পরে হরিণটিকে সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়।

করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, মোংলা ইপিজেড এলাকা থেকে উদ্ধার হওয়া হরিণটিকে ট্রলারে করে করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তানজীম আহমেদ/এসপি