ময়মনসিংহের তারাকান্দায় বাড়ির পাশে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে দুই চাচাতো-জেঠাতো বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলো দুগাছি গ্রামের রুবেল মিয়ার মেয়ে রাইসা আক্তার (৪) ও রুবেলের চাচাতো ভাই খাদেমুল ইসলামের মেয়ে রোজা বেগম (৩)।

পুলিশ জানায়, শিশুরা বাড়ির পাশে খেলছিল। এমন সময় তারা বাড়ির টিউবওয়েলের পানি গড়িয়ে পড়ার গর্তের কাছে গেলে সেখানে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে ওই গর্তে গিয়ে দেখেন দুজনের মরদেহ ভেসে উঠেছে।

তারাকান্দা থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উবায়দুল হক/এনএ