৬ দিন পর কুয়াকাটার সেই যুবক উদ্ধার
হাত পা বেঁধে নির্যাতন করা যুবককে উদ্ধার করেছে পুলিশ
পটুয়াখালীর কুয়াকাটায় হাত পা বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া যুবক রায়হানকে (২২) উদ্ধার করেছে পুলিশ। ৬ দিন পর বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর স্লুইচগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ডিঙ্গি নৌকা আন্ধারমানিক মোহনার বালুমহালে বালু নিতে যায়। এ সময় বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে সাহায্য চায়। তারা রায়হানকে নৌকায় তুলে আলীপুর স্লুইসগেট এলাকায় নিয়ে পুলিশকে খবর দেয়। এ সময় রায়হানের হাত বাঁধা ছিল বলে জানিয়েছে নৌকার শ্রমিক আক্কাস আলী।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মহিপুর থানায় তিনটি এবং তালতলী থানায় দুইটি মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুুপুরে বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় রায়হান।
শুক্রবার সকালে রায়হানকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর বিকেলে রায়হানের বাবা আবুল কাশেম মহিপুর থানায় বাদী হয়ে ইমাম সিকদার, মসিউর, ইমরান, বিপ্লব শীলের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৪/৫ জনের নামে অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে।
বিজ্ঞাপন
অপহরণ ও নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউসুফ বেপারী (২২) ও ইলিয়াছ হোসেন (২৩) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে ইউসুফ বেপারীকে গ্রেপ্তার করার পর রায়হানের বাবা ৯ জনের বিরুদ্ধে মহিপুর থানায় একটি অপহারণ মামলা করেন। পরের দিন সোমবার পুলিশ লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা এলাকায় অভিযান চালিয়ে ইলিয়াছ হোসেনকে গ্রেপ্তার করে।
মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মামলা করার ৪৮ ঘণ্টার মধ্যে রায়হানকে উদ্ধার করা হয়েছে। মামলার ৯ আসামির মধ্যে ইতোমধ্যে দুইজনকে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কাজী সাঈদ/এসপি