মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোথাও কোথাও থেমে থেমে যানজট আর ধীরগতি যেন লেগেই আছে। মহাসড়কের ১৫-২০ কিলোমিটার এলাকায় এই দুর্ভোগ যেন কমছেই না। তবে বিগত কয়েকদিনের থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে মহাসড়ক।

তবে এই সমস্যার সহসাই কোনো সমাধান হচ্ছে না। মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ যতদিন চলবে ততদিন মহাসড়কের চিত্র কিছুটা এমন থাকবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশ।

বিগত কয়েকদিন থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে কখনও যানজট, আবার কখনও ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ফলে কয়েকদিন থেকে নানা দুর্ভোগের মধ্য দিয়ে চলতে হচ্ছে ঢাকা-উত্তরবঙ্গের যাত্রীদের। সর্বশেষ শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টা পর্যন্তও দেখা গেছে একই চিত্র।

সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগ ও হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে এবং সরেজমিনে মহাসড়ক ঘুরে দেখা গেছে, সিরাজগঞ্জের মহাসড়কের কড্ডার মোড় থেকে ঝাঐল ওভারব্রিজ এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় কখনো যানজট আবার কখনও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এ ছাড়া নলকার মোড় এলাকার যানজট অনেকটা কমে গিয়ে কিছুটা ধীরগতির তৈরি হয়েছে। পাঁচলিয়া বাজার এলাকায় কিছুটা যানজট থাকলেও সেখান থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।

তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকা হতে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত রাস্তার কাজ চলায় পুলিশ নিরলসভাবে কাজ করে গেলেও ধীরগতিতে যান চলাচলের পাশাপাশি থেমে থেমে যানজট যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে ভোগান্তি এড়াতে অনেক দূরপাল্লার যানবাহন মহাসড়ক ছেড়ে সিরাজগঞ্জ শহরের রাস্তা দিয়ে চলাচল করছে। ফলে শহরের নিউ ঢাকা রোড ও এমএ মতিন সড়কসহ অন্যান্য সড়কেও নানা ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ঢাকা পোস্টকে বলেন, মহাসড়কের সংস্কার কাজ চলমান থাকায় কিছু কিছু জায়গায় একটি লেন দিয়েই দুদিকের যানবাহনগুলো চলাচল করতে হচ্ছে ফলে মহাসড়কে ধীরগতি ও কখনো কখনো যানজটের সৃষ্টি হচ্ছে। তবে এই এক লেনেই যেন সুন্দরভাবে দুদিকের যান চলাচল করতে পারে ও মহাসড়ক স্বাভাবিক রাখা যায় সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সালেকুজ্জামান খান সালেক ঢাকা পোস্টকে বলেন, গত কয়েকদিনের তুলনায় দুদিন ধরে মহাসড়কে তেমন যানজট নেই, তবে কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচল করছে। মহাসড়কের কড্ডার মোড় থেকে ঝাঐল ওভারব্রিজ এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

শুভ কুমার ঘোষ/আরআই