বরই বাগানের ফাঁদে শতাধিক পাখি নিধন
নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নে বরই বাগানে জালের ফাঁদ পেতে শতাধিক পাখি নিধনের অভিযোগ উঠেছে। শনিবার (১৯ মার্চ) বিকেলে চড়াইখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের লালচান বাদশার বরই বাগানে অভিযান পরিচালনা করে মৃত পাখি ও জাল উদ্ধার করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী অঞ্চলের পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।
স্থানীয়রা জানান, বরই বাগানটির প্রকৃত মালিক ওই গ্রামের হাফিজুল ইসলাম। তিনি লালচানকে বাৎসরিক চুক্তিতে লিজ দিয়েছেন। তিনি পাখির হাত থেকে বরই রক্ষার্থে সূতা দিয়ে বিশেষ ধরনের জাল দিয়ে ঘিরে দেন। এতে গত এক সপ্তাহে শালিক, ঝিঙ্গে, দোয়েল, বুলবুলি, ঘুঘুসহ প্রায় শতাধিক পাখি আটকা পড়ে মারা যায়।
বিজ্ঞাপন
পাখি ও পরিবেশ জীব বৈচিত্র সংরক্ষণ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের সভাপতি মো. আলমগীর হোসেন জানান, সংগঠনের এক সদস্যের মাধ্যমে খবর পেয়ে ঘটনাটি যাচাই করা হয়। পরে পাখি নিধনের সত্যতা পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে অবগত করা হয়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী অঞ্চলের পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের খবর পেয়ে অভিযুক্ত লালচান গা ঢাকা দিয়েছেন। মৃত পাখিগুলো ও জাল উদ্ধার করা হয়েছে। পাখি নিধনের অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
শরিফুল ইসলাম/আরআই