এক ভাইয়ের দাফনের প্রস্তুতির সময় আরেক ভাইয়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় দুই ঘণ্টার ব্যবধানে মিলন খাঁ (৬৪) ও ইউনুস খাঁ (৫৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ মার্চ) সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মিলন ও ইউনুস ওই গ্রামের জামির খাঁর ছেলে।
মৃতদের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে মিলন খাঁ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাকে দাফনের প্রস্তুতির সময় বিকেল ৪টার দিকে ছোট ভাই ইউনুস অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জেলা সদর হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মোহাম্মাদপুর গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জানান, বড় ভাইয়ের মৃত্যুর শোকে ছোটভাই মারা যান। তাদের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান মিয়া জানান, ইউনুসকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। স্বজনদের দেওয়া তথ্যমতে দুই ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
আজিজুল সঞ্চয়/আরআই