শ্রমিকদের ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, মহাসড়ক অবরোধ
লালমনিরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মটর শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করায় চরম বিপাকে পড়েছেন ঢাকাগামী নৈশকোচের যাত্রীরা।
রোববার (২০ মার্চ) রাত ৮টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন্স বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পুরাতন কমিটি দিয়ে চলছে লালমনিরহাট বাস-মিনিবাস শ্রমিক সংগঠন। পুরাতন কমিটির সভাপতি ও সম্পাদক শ্রমিকদের কার্যালয়ের জন্য কেনা জমি গোপনে বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং দুইটি ভাগে বিভক্ত হয় শ্রমিকরা। পুরাতন কমিটি বিলুপ্তের দাবিতে রোববার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শ্রমিকরা। এতে বর্তমান কমিটি বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিন জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিজ্ঞাপন
এ ঘটনায় বিকেলে শিফাত হোসেন মুন্না নামে এক শ্রমিক বাদী হয়ে বর্তমান কমিটির সম্পাদক বুলবুল আহমেদকে প্রধান করে ছয় জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এরই জের ধরে রাত ৮টার দিকে বর্তমান কমিটির সমর্থক গ্রুপের কিছু শ্রমিক শহরে দেশীয় অস্ত্রসহ বিক্ষোভ মিছিল নিয়ে বাসটার্মিনালের দিকে যাচ্ছিল। মিছিল থেকে পুলিশ লাইনসের সামনে বিনিময় ফিলিংস স্টেশনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে সাধারণ শ্রমিকরা ছুটে এলে পিছু হটেন বর্তমান কমিটির শ্রমিকরা।
বিনিময় ফিলিংস স্টেশন ভাঙচুরের প্রতিবাদে ও বিচারের দাবিতে সাধারণ শ্রমিকরা লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্তি পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামান। তিনি শ্রমিকদের সঙ্গে কয়েক দফায় কথা বলে রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেন। পরে রাত সোয়া ৯টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
লালমনিরহাটের অতিরিক্তি পুলিশ সুপার মারুফা জামান জানান, অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে সাধারণ শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যোগাযোগ সচল রয়েছে।
নিয়াজ আহমেদ সিপন/আরআই