কণ্ঠশিল্পী মনির খানের গান অবিকল গাইতেন মাসুম খান
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে মাসুম খান (২৪) নামে এক সাংস্কৃতিক কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) বিকেলে উপজেলার বানিয়াগাঁও গ্রামে নির্মাণাধীন ঘরে পানি দিতে গেলে এ ঘটনা ঘটে। মাসুম খান উপজেলার বানিয়াগাঁও গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হেকিমের ছেলে।
কটিয়াদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
মাসুম খান জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের গান অবিকল গাইতেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। সম্প্রতি তিনি মনির খানের সব গান গেয়ে দর্শক মাতিয়ে গেছেন এক অনুষ্ঠানে। এসব কারণে তিনি ঘনিষ্ঠ সান্নিধ্য ও স্নেহ-ভালোবাসা লাভ করেছেন দেশ বরেণ্য শিল্পী মনির খানেরও।
মাসুম খানের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
এসকে রাসেল/এমএএস