মানিকগঞ্জের শিবালয় উপজেলার আব্দুল আলীম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে  পিকআপ ভ্যানের চাপায় শিক্ষিকা ও শিক্ষার্থী নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্য প্রতিবেদন দিতে বলা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকারকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান ও একজন পুলিশ সদস্য। 

উল্লেখ, গতকাল সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে পিকআপ ভ্যানের চাপায় শিক্ষার্থী জারিন তাসনিম (৭) ও শিক্ষিকা ফাতেমা নাসরিন (৩৫) নিহত হন। 

সোহেল হোসেন/আরএআর