কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রতন মিয়া (৩৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রতন মিয়া জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর দক্ষিণপাড়া এলাকার মৃত দিলোয়ার হোসেনের ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলার ওই এলাকায় বিয়ে করে ঘরজামাই থাকতেন।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রতন মিয়া ১০-১২ বছর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকতেন। সংসার জীবনে দুই সন্তানের জনক তিনি। গত ১৬ মার্চ শ্বশুরবাড়ির পাশের বাড়ির এক মাদরাসাছাত্রীকে অপহরণ করে নিয়ে যান রতন। পরে সেই ছাত্রীকে ধর্ষণ করে।

এ ঘটনায় সোমবার (২১ মার্চ) বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রতন মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। একই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুখিয়া এলাকা থেকে রতন মিয়াকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ভিকটিমকেও উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়। 

এসকে রাসেল/এসকেডি