মাদারীপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
মাদারীপুরের রাজৈর উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর শেখ (৪৫) নামের একজন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ মার্চ) ভোররাতে তিনি মারা যান।
নিহত জাহাঙ্গীর শেখ উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্ট নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে জমির দখল করাকে কেন্দ্র করে গ্রামের খলিল শিকদার ও ছত্তার শেখের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে জাহাঙ্গীর শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তিনি মারা যান।
রাজৈর থানার ওসি শেখ সাদিক বলেন, এ ঘটনায় নিহতের পরিবার এখনো কোনো মামলা করেনি। তবে আমরা দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
নাজমুল মোড়ল/এনএ