চাঁদপুরে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
চাঁদপুরে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ মার্চ) বেলা ১১টায় নবনির্মিত ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অঞ্জনা খান মজলিশ।
ভবন উদ্বোধন শেষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি ভূমিকা রেখে আসছে। এই বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুরা সমাজ ও রাষ্ট্রের বোঝা না হয়ে শিক্ষিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় সম্পদে রূপান্তর হতে পারে। সেজন্য এই বিদ্যালয়ের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অভিভাবকদের অনুরোধ করব শিশুদের যেকোনো মূল্যে লেখাপড়া করার সুযোগ করে দেবেন। মায়েরা সব সময় তার সন্তানের ভালো চায়। সন্তানের ভালো চাইলে অবশ্যই তাদের লেখাপড়ার প্রতি নজর রাখতে হবে। পাশাপাশি মেয়েদের বাল্যবিবাহ দিয়ে অকালে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক বিদ্যালয়ের নির্মাণকাজ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রকল্প কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই বিদ্যালয়ের প্রতি আমার সব সময় সুদৃষ্টি থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন।
দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন- চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর জেলা মহিলা লীগের আহ্বায়ক মাসুদা নূর খান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহ আলম মল্লিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইলিয়াস আহমেদ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলার সভাপতি মো. মোস্তফা কামাল, হাসান আলি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বন্যা, গুনরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী, আক্কাচ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা রহমান, সরকারি প্রাথমিক শিক্ষক নেতা মো. সাহাবুদ্দিন, কমিউনিটি পুলিশ অঞ্চল-৭ এর সাধারণ সম্পাদক সেলিম রেজা, শিক্ষানুরাগী মো. হানিফ চোকদার প্রমুখ।
এসপি