টাঙ্গাই‌ল সদর উপ‌জেলার রাবনা বাইপাস থেকে কা‌লিহাতীর এ‌লেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত ১০ কি‌লো‌মিটার এলাকায় উত্তরবঙ্গগামী লে‌নে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

জানা গে‌ছে, ভোরের দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এছাড়া সকা‌লের দি‌কে মহাসড়কের ভাবলা এলাকায় ৩ নং ব্রিজের ওপর বালুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। ফ‌লে মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরির্দশক (এসআই) নাজমুল হাসান জানান, মহাসড়ক থে‌কে দুর্ঘটনা কব‌লিত গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। সকাল ৯টার পর থে‌কে এ‌লেঙ্গা-বঙ্গবন্ধু সেতু অং‌শে যানবাহন স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে।

মহাসড়‌কের এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ আতাউর রহমান ব‌লেন, মহাসড়‌কে পর পর দুটি দুর্ঘটনার ফ‌লে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভা‌বিক হ‌য়ে যা‌বে।

অভিজিৎ ঘোষ/এসপি