আব্দুল কাইয়ুম চৌধুরী ও এমরান আহমদ চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটের রেজিস্ট্রি মাঠে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সিলেট জেলা বিএনপির কাউন্সিলের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার সাবেক পিপি আব্দুল গফফার।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ৮৬৮ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন আব্দুল কাইয়ুম চৌধুরী। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পান ৭৯৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন ৬২৩ ভোট পেয়ে।

এ ছাড়া কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সভাপতি পদে আবুল কাহের চৌধুরী পেয়েছেন ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আ ফ ম কামাল ৭২, আলী আহমদ ৫৭৩ ও মো. আব্দুল মান্নান ৮১ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব ৪৬৪ ও লোকমান আহমদ ৪৩৯ ভোট পেয়েছেন।

মাসুদ আহমদ রনি/এনএ